গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
২২ জুলাই ২০১৯ ১০:১৯
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২২ জুলাই) গোবিন্দগঞ্জের আলাদা তিনটি স্থানে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো-উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের আব্দুল মজিদের মেয়ে জান্নাতি (১০), গুমানিগঞ্জ ইউনিয়নের গুমানী গ্রামের শাহ আলমের মেয়ে নিশাত (৪) ও তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের টিক্কা মিয়ার ছেলে হাবিব (২)।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম তিনটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাঙ্গালী নদীতে পানি বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। তীব্র স্রোতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া ও কাজী পাড়ায় ধসে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
গাইবান্ধা সদর উপজেলা, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলার ৫৮টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় পানিবন্দি হয়ে পড়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৩২৮ জন মানুষ। এসব এলাকায় ১৬৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নিয়েছেন ৭১ হাজার ২৪ জন।
সারাবাংলা/এসএমএন