Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা যাচ্ছে সিউল অলিম্পিকে


৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫১

আন্তর্জাতিক ডেস্ক

সিউল অলিম্পিককে সামনে রেখে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা নিরসনে দক্ষিণ কোরিয়ায় শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা পাঠাচ্ছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার অনুষ্ঠান বিষয়ক প্রধান কিম ইয়ং ন্যাম আগামী শুক্রবার থেকে সিউলে শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ন্যামের নেতৃত্বে উত্তর কোরিয়া থেকে ২২ জন প্রতিনিধি ওই অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া একই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও।

দক্ষিণ কোরিয়ার সমন্বয় বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার বিবিসি এ খবর জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই কোরিয়ার খেলোয়াড়রা একই পতাকার নিচে কুচকাওয়াজ প্রদর্শন করবেন।

রাশিয়া ও উত্তর কোরিয়া পরিচালিত একটি ফেরিতে করে উত্তর কোরিয়া তাদের খেলোয়াড় দল সিউলে পাঠাবে বলে সোমবার দক্ষিণ কোরিয়াকে প্রস্তাব দিয়েছে।

এতে দুই কোরিয়ার মধ্য বিদ্যমান দ্বি-পাক্ষিক সংকটের বেশ খানিকটা সমাধান হবে বলে মনে করা হচ্ছে। ২০১০ সালের পর থেকে উত্তর কোরিয়ার কোন জাহাজ দক্ষিণে প্রবেশের নিষেধাজ্ঞা ছিল।

সিউল অলিম্পিকে অংশ নেয়ার বিষয়টি নিজেদের জন্য একটি কূট-কৌশল হিবেসে দেখছে পিয়ং ইয়ং।

পারমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া আন্তর্জাতিক মহলের অবরোধ ও চাপের মুখে রয়েছে।

সারাবাংলা/আইএ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর