Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় গণপিটুনিতে নারী হত্যায় গ্রেফতার আরও ১


২২ জুলাই ২০১৯ ১৩:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাছলিমা বেগম রেনু হত্যা ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) সকালে মোহাম্মদ বাচ্চু (২৫) নামের ওই যুবককে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ।

এর আগে, রোববার (২১ জুলাই) রাতে গ্রেফতার করা হয় বাপ্পী, শাহীন ও জাফর নামে তিনজনকে। দুপুরে ওই তিন জনসহ চার জনকে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি বলেন, ‘গণপিটুনির ঘটনার নেতৃত্বদানকারী হৃদয় নামে এক যুবককে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। হৃদয় উত্তর বাড্ডায় তার বাবা হানিফ আলীর সবজির দোকানে কাজ করেন। এলাকায় আগে থেকেই বখে যাওয়া যুবক হিসাবে পরিচিত হৃদয়। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০ জুলাই শনিবার সকালে রেনু নামের এক নারী তার সন্তানকে ভর্তি করানোর জন্য উত্তর বাড্ডার ওই বিদ্যালয়ে যান। এরপরই তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাড্ডায় গণপিটুনিতে নারী হত্যা: আটক ৩

সারাবাংলা/ইউজে/এমও

গণপিটুনি তাছলিমা বেগম রেনু বাড্ডায় গণপিটুনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর