Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা’


২২ জুলাই ২০১৯ ১৪:২৭

ঢাকা: নির্মাণাধীন ভবনে পানি জমে থাকার ফলে এডিস মশার লার্ভা পাওয়া গেলে, সেসব ভবনের মালিক বা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

সোমবার (২২ জুলাই) দুপুর ১২টায় ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের অবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। আজ থেকেই মোবাইল কোর্টের মাধ্যমে নির্মাণাধীন ভবনগুলোয় অভিযান চালানো হবে বলেও জানান মেয়র।

বিজ্ঞাপন

নির্মাণাধীন ভবনগুলোতে সাধারণত এডিস মশার লার্ভা বেশি জন্মায় উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘নির্মাণাধীন ভবন মালিক এবং কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা হয়েছে, যাতে কাজ চলার সময় কোনোভাবেই ভবনে পানি জমে না থাকে এবং এডিস মশার লার্ভা বংশ বিস্তার করতে না পারে। যেসব ভবন মালিকরা নগর কর্তৃপক্ষের এ কার্যক্রমে সাড়া দিচ্ছেন না, তাদের চিহ্নিত করা হচ্ছে। নির্মাণাধীন এসব ভবনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে নগর কর্তৃপক্ষ মোবাইল কোর্ট পরিচালনা করবে। যতদিন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন এই অভিযান অব্যাহত থাকবে।’

মেয়র বলেন, ‘আমাদের ৫৭টি ওয়ার্ডের প্রতিটি বাসায় পরিচ্ছন্নতা কর্মী এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা যাচ্ছেন। যেসব বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, সেই সব বাসায় এডিস মশার লার্ভা ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতের এডিস মশার লার্ভা যেন জন্মাতে না পারে সে জন্য বাসিন্দাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।’

ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে জানিয়ে মেয়র বলেন, ‘ডেঙ্গু হলে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন। আমাদের মেডিকেল টিম প্রয়োজনীয় সাহায্য করবে এ ব্যাপারে।’

বিজ্ঞাপন

পরে শিশু হাসপাতালের চিকিৎসকদের নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের দেখতে যান সাঈদ খোকন। এসময় শিশুদের অভিভাবকদের কাছে স্বাস্থ্য এবং চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এসময় হাসপাতালের রেসিডেনসিয়াল ফিজিশিয়ান ডা. রিজওয়ানুল হাসান বিপুলসহ অন্যান্য চিকিৎসক মেয়রকে হাসপাতালের ডেঙ্গু রোগীদের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান।

সারাবাংলা/ওএম/এমও

এডিস মশার লার্ভা ডেঙ্গু মেয়র খোকন সাঈদ খোকন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর