Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলার আবেদন


২২ জুলাই ২০১৯ ১৪:৫২ | আপডেট: ২২ জুলাই ২০১৯ ১৮:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন গৌতম কুমার নামের এক বেসরকারি কর্মকর্তা। সোমবার (২২ জুলাই) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করা হয়।

মামলার আবেদনে গৌতমকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। তার সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্চয় কুমার দে।

অ্যাডভোকেট সুমন কুমার রায় মামলার আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।’

মামলার আবেদনে, দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় পবিত্রতা নষ্টের অভিযোগ আনা হয়েছে। এতে ৪ জনকে সাক্ষী করা হয়েছে।

বিজ্ঞাপন

এসময় আদালত বাদির জবানবন্দি গ্রহণ করেন। বাদি বলেন, ‘ব্যারিস্টার সুমন গত ১৯ তারিখে ফেসবুকে লাইভে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে অনেক কথা বলেছেন।’

তখন বিচারক বলেন, ‘আপনি কি তাকে চেনেন?’ বাদি বলেন, ‘আমি ওনাকে সরাসরি চিনি না, ফেসবুকের মাধ্যমে চিনি। ব্যারিস্টার সুমনের বলা ফেসবুকের ওই কথা ভাইরাল হয়ে গেছে।’

এসময় বিচারক জানতে চান, তিনি মামলা করতে থানায় গিয়েছিলেন কিনা? উত্তরে বাদি গৌতম বলেন, ‘আমি ভাষানটেক থানায় মামলা দায়ের করতে গিয়েছিলাম। কিন্তু থানা আমার মামলা নেয়নি।’

এরপর আদালত আদেশ পরে দেবেন জানিয়ে বিষয়টি মুলতবি রাখেন।

উল্লেখ্য, গতকাল রোববার ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা মামলা খারিজ করে দেয় আদালত। পেনাল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় মামলাটি আমলে নেওয়ার জন্য ব্যারিস্টার সুমন আদালতে আবেদন করেন। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে পরে খারিজের আদেশ দেন।

সারাবাংলা/এআই/এমও

ধর্মীয় অনুভূতি ব্যারিস্টার সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর