Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শ্রমিকদের অধিকার শুধু আন্দোলনের মাধ্যমেই আদায় সম্ভব’


২২ জুলাই ২০১৯ ১৬:৩০

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিকেরা যদি অধিকার আদায় করতে চায় তাহলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই তা আদায় করতে হবে। সোমবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাবে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

আলোচনা সভায় মেনন বলেন, ‘এই দেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ও সংগ্রাম বহু পুরানো। শ্রমিকেরা তাদের দাবি আদায়ে বারবার আন্দোলন করে কিন্তু খুব কম সময়ই তারা সফল হয়। সরকার শ্রমিকদের বেতন ঠিক করে দেয় কিন্তু গার্মেন্টস মালিকেরা সেসব মানে না। শ্রমিকেরা আন্দোলন করে তাদের দাবি আদায়ের জন্য কিন্তু শেষে গিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়। এভাবেই নির্যাতিত হয়ে আসছে এ দেশের শ্রমিক।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য শামসুন নাহার ভূঁইয়া। তিনি বলেন, ‘সব ক্ষেত্রে এখনও নারী-পুরুষদের বৈষম্য বিদ্যমান। রাস্তায়, বাসায় কর্মস্থলে সব জায়গায় নারীদের অত্যাচারের শিকার হতে হয়। ধর্ষণ আজ ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু বিচার হয় না বলে প্রতিনিয়তই দেশে এইসব ঘটনা ঘটছে।’

তিনি আরও বলেন, ‘যাদের কারণে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তারাই যদি নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সেই শ্রমের কোনো মূল্য নেই। আমরা যদি বেতন কাঠামোর দিকে তাকাই তাহলেই এই বৈষম্য পরিস্কার। সমাজে বৈষম্য দূর করতে হবে, তাহলেই আমাদের উন্নয়নের ধারা আরও ত্বরান্বিত হবে।

এসময় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএম/এমও

গার্মেন্টস শ্রমিক রাশেদ খান মেনন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর