Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির অভিযোগে কেনিয়ার অর্থমন্ত্রী গ্রেফতার


২২ জুলাই ২০১৯ ১৮:০৩

দুর্নীতির অভিযোগে কেনিয়ার অর্থমন্ত্রী হেনরি রোটিচ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২২ জুলাই) প্রধান প্রসিকিউটরের নির্দেশক্রমে পুলিশ তাকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখিয়েছে। খবর বিবিসির।

কেনিয়ায় একটি বাঁধ নির্মাণ কার্যক্রমে ইতালিয়ান কোম্পানি সিএমসি ডি রাভেন্নার কাছ থেকে ৪০৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি।যদিও গত মার্চে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন হেনরি রোটিচ। কোম্পানিটির পক্ষ থেকেও এ ধরনের সকল অভিযোগ অস্বীকার করা হয়েছিল।

বিজ্ঞাপন

কেনিয়ার পাবলিক প্রসিকিউসনের পরিচালক নূরদিন হাজি বিবিসিকে জানান, বাঁধ নির্মানের প্রতিটি পর্যায়ের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। কিভাবে প্রাক্কলিত খরচের তুলনায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত খরচ হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও সিএমসি ডি রাভেন্না কোম্পানিটির শীর্ষস্থানীয় পরিচালকসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সারাবাংলা/একেএম

অর্থমন্ত্রী ইতালি কেনিয়া গ্রেফতার দুর্নীতি বাঁধ নির্মান