Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে তিন যুবককে দলবেঁধে পিটুনি


২২ জুলাই ২০১৯ ১৮:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছেলেধরা সন্দেহে দলবেঁধে পিটুনি দিয়ে তিনজনকে আহত করেছে স্থানীয় জনতা। সোমবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জনি, সোহেল ও হৃদয়। তাদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী থানার রামদাস মুন্সীর হাট তদন্ত কেন্দ্রের পরিদর্শক মামুন হাসান সারাবাংলাকে জানান, দুপুরে তিন যুবক ইলশা গ্রামে ছাগল কিনতে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের ছেলেধরা সন্দেহে মারধর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ‘গণপিটুনির শিকার তিনজনই বলেছেন, তারা ছাগল কিনতে গিয়েছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

বিজ্ঞাপন

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘তবে এখন পর্যন্ত ওই এলাকায় কোনো ছেলে-মেয়ে নিখোঁজ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।’

সারাবাংলা/আরডি/এমআই

গণপিটুনি ছেলেধরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর