Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে আদালতে সাক্ষী দিলেন কণ্ঠশিল্পী মিলা


২২ জুলাই ২০১৯ ১৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে এক মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালত জারি করেন গ্রেফতারি পরোয়ানা। সেই মামলায় আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন কণ্ঠশিল্পী মিলা।

সোমবার (২২ জুলাই) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক মো. শরিফ উদ্দিনের আদালতে মিলা সাক্ষী দেন। এসময় মিলার সাবেক স্বামী পারভেজ সানজারিও আদালতে হাজিরা প্রদান করেন।

মামলার সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আগামী ৩১ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এরআগে গত ২৪ জুন এ মামলার বাদী কণ্ঠশিল্পী মিলাকে সাক্ষী দেওয়ার জন্য গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে তার সাবেক স্বামী পারভেজ সানজারির নামে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ। মামলাটির অভিযোগ গঠন হয় ২০১৮ সালে।

সারাবাংলা/এআই/পিএ

মামলা মিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর