Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাইয়ের টেলিফোন ভবনে ভয়াবহ আগুন, উদ্ধার অভিযান চলছে


২২ জুলাই ২০১৯ ১৯:৫৬

ভারতে মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমাঞ্চলে একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। সোমবার (২২ জুলাই) স্থানীয় সময় বিকেলে এই আগুনের সূত্রপাত হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে ভবনের ছাদ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, আতঙ্কিত অবস্থায় আরও প্রায় ১০০ জন ঐ ভবনে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান এখনও অব্যাহত আছে। এখন পর্যন্ত একজনের প্রাণহানির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

চৌদ্দটি ফায়ার ইঞ্জিন, একটি রোবট ভ্যান এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে একজন ফায়ার সার্ভিস কর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়া হয়।

সারাবাংলা/একেএম

আগুন আহত প্রাণহানি ফায়ার সার্ভিস ভারত মুম্বাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর