৪৮টি আইএসপির লাইসেন্স বাতিল
২২ জুলাই ২০১৯ ২০:৫৪
ঢাকা: নবায়ন না করায় কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের ৪৮টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (২২ জুলাই) কমিশনের লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিটিআরসির মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খাঁন।
জাকির হোসেন খাঁন সারাবাংলাকে বলেন, ‘কেন্দ্রীয় পর্যায়ের ২৩টি ও জাতীয় পর্যায়ের ২৫টি আইএসপির লাইসেন্স বাতিল করা হয়েছে। এখন সবধরনের কার্যক্রম পরিচালনা তাদের জন্য অবৈধ।’
এদিকে চিঠিতে বলা হয়েছে, বিটিআরসি থেকে ইস্যুকৃত আইএসপি লাইসেন্স-এর শর্তানুযায়ী লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিন আগেই পরবর্তী মেয়াদের জন্য নবায়ন করার বিধান রয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নবায়নের জন্য কোনো আবেদন না করায় প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স অবৈধ ও অকার্যকর। এখন থেকে লাইসেন্সের অধীনে সবধরনের কার্যক্রম সম্পাদন অবৈধ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ।
চিঠিতে আরও বলা হয়, আইএসপি সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম অনতিবিলম্বে বন্ধের জন্য নির্দেশ প্রদান করা হলো এবং একইসঙ্গে প্রতিষ্ঠানসমূহের কাছে কমিশনের সকল পাওনা বকেয়া বিজ্ঞপ্তি জারির এক মাসের মধ্যে প্রদানের নির্দেশ দেওয়া হল। অন্যথায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘যে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে, আমরা মনে হয় সেগুলো অপারেশনে নেই। ফলে ইন্টারনেট সেবায় কোনো প্রভাব পড়বে না। আর যে লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে এর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান নবায়নের জন্য আবেদন করেছে। ’
জাতীয় পর্যায়ে লাইসেন্স বাতিল করা প্রতিষ্ঠানগুলো হলো- ইনোভেশন অনলাইন লি., এশিয়া ইনফোসিস লি., আইডিএস বাংলাদেশ, আইএস প্রস লি., পলিট্রেড ইন্টারন্যাশনাল লি., আইডিইএ নেটওয়ার্কস অ্যান্ড কমিউনিকেশনস লি., নিউ জেনারেশন গ্রাফিকস লি., জেনিয়াল ব্রডব্রান্ড, আইসিএইচআইনেট লি., এক্স-লিংক লি., ওয়েসটেক লি., নেক্সজেন নেটওয়ার্ক লি., স্কয়ার ইনফোসিস্টেমস লি., ইনকমআইটি সলিউশন, আলাপ কমিউনিকেশন লি., অ্যাপল নেটওয়ার্ক লি., প্রিজমা ডিজিটাল নেটওয়ার্ক, মহসিন খান ব্রিক ফিল্ড, এঞ্জেল ড্রপস লি., ইআইআরটেল সার্ভিসেস, ম্যানগো টেলিসার্ভিসেস লি., এর্গো ভেনচেরাস প্রাইভেট লি., আফতাব আইটি লি. এবং প্রীতি ইন্টারন্যাশনাল লি.।
এছাড়া কেন্দ্রীয় পর্যায়ে বাতিল করা প্রতিষ্ঠানগুলো হলো- সৌরভ আইটি, সাদিয়া ইন্টারটেক কোম্পানি, ক্যাবল এন্টারটেইমেন্ট, রাফিন স্যাটেলাইট, প্রাদেষ্টা লি., জেএফ অপটিক্যাল সার্ভিসেস, র্যাডিশসন টেকনোলজিস, মিরি কোম্পানি লি., জিফোর কমিউনিকেশস লি., নৌরথ অনলাইন লি., আইকম বাংলাদেশ লি., টাইগার টেলিকমিউনিকেশন কোম্পানি, ম্যাক ইন্টারন্যাশনাল, অরেঞ্জ টেলিকম বিডি, এলভি এন্টারপ্রাইজ, আইটি কানেক্ট লি., ডেভেলপমেন্ট অব ইনফ্রাসট্রাকচার ফর আইটি অ্যাপ্লিকেশন, ঢাকা ব্রডব্যান্ড নেটওয়ার্ক, গ্লোবাল টেকনোলজি লি., লিংক আইটি, লাইভ নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম, মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়া এবং টেকনো এশিয়া ইনফোটেক।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম