Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় গণপিটুনিতে হত্যা: আরও দুইজন গ্রেফতার


২৩ জুলাই ২০১৯ ০০:৪০ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ০১:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে রেনু হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন কামাল ও আবুল কালাম আজাদ।

সোমবার (২২ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়। বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২১ জুলাই) তিনজন ও সোমবার (২২ জুলাই) সকালে একজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। চারজনকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে তাদের মধ্যে জাফর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকিদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। রিমান্ড যাওয়া আসামিরা হলেন বাচ্চু, শাহীন ও বাপ্পী।

বিজ্ঞাপন

এ মামলার আরেক আসামি জাফর ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর আগে গত ২১ ও ২২ জুলাই রাতে মোবাইল ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার করা হয়।

২০ জুলাই শনিবার সকালে রেনু নামের এক নারী তার সন্তানকে ভর্তি করানোর জন্য উত্তর বাড্ডার ওই বিদ্যালয়ে যান। এরপরই তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/ইউজে/একে

গণপিটুনি টপ নিউজ বাড্ডা রেনু রেনু হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর