আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতাল
২৩ জুলাই ২০১৯ ০৭:২২
বান্দরবান: ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমা (৫০) কে গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২৩ জুলাই) রোয়াংছড়িতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
তিনি বলেন, ‘রোয়াংছড়ির তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে হত্যার প্রতিবাদে এই হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে মংমং থোয়াই মারমাকে গুলি করে সন্ত্রাসীরা হত্যা করেন।
এছাড়া চলতি বছরের ২২মে বুধবার রাত সাড়ে নয়টার দিকে চথোয়াইমং মারমাকে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়া গত ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় ফোলাধন তংচঙ্গা নামের অপর কর্মীকে। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
গত ৯ ই মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যা কে গুলি করে হত্যা করে। ১৯মে বান্দরবানের রাজবিলায় আওয়ামী লীগের সর্মথক ক্য চিং থোয়াই মারমা (২৭) কে অপহরণের পর গুলি করে হত্যা করে।
সারাবাংলা/একে