Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নেতা হত্যার প্রতিবাদে রোয়াংছড়িতে হরতাল চলছে


২৩ জুলাই ২০১৯ ০৯:১৩ | আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১২:২২

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমাকে গুলি করে হত্যার প্রতিবাদে উপজেলায় চলছে অর্ধদিবস হরতাল।

উপজেলা আওয়ামী লীগের ডাকে এই হরতাল চলবে মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত।

হরতালেল কারণে সকাল থেকে বান্দরবান সদর ও রোয়াংছড়ির মধ্যে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। রোয়াংছড়ির উদ্দেশে ছেড়ে যায়নি কোনো যানবাহন।

প্রসঙ্গত, সোমবার (২২জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার শামুকঝিড়িতে ২ নম্বর তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমা (৫০) কে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে রোয়াংছড়ি থেকে বান্দরবান সদরে মোটর সাইেকেল চালিয়ে বান্দরবান আসার পথে সদরের শামকঝিড়ি এলাকায় সন্ত্রাসীরা তাকে ৫টি গুলি করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। নিহত মংমং থোয়াই মারমা রোয়াংছড়ি উপজেলার তারাছা তালুকদারপাড়া মৃত মিক্যা জাই মারমার ছেলে।

সারাবাংলা/এসএমএন

দুই আওয়ামী লীগ নেতা হত্যা রোয়াংছড়ি হরতাল

বিজ্ঞাপন

বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা
২১ এপ্রিল ২০২৫ ২০:১৫

আরো

সম্পর্কিত খবর