Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে উপজেলা জামায়াতের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৮


২৩ জুলাই ২০১৯ ১৪:২৬

বাগেরহাট: বাগেরহাটের রামপালে নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুলাই) গভীর রাতে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাসডাঙা গ্রামের জামায়াত কর্মী আব্দুল ওয়াহেদ শেখের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেতা-কর্মীরা হলেন, রামপাল উপজেলা জামায়াত ইসলামীর সভাপতি শেখ নাসের উদ্দীন, সাধারণ সম্পাদক মল্লিক আব্দুল হাই, কর্মী মো. জাহাঙ্গীর মোল্লা, আব্দুল মজিদ শেখ, আব্দুল ওয়াজেদ শেখ, জিহাদ শেখ, আব্দুর রউফ শেখ ও মো. ওসমান। এদের সবার বাড়ি রামপালের বিভিন্ন গ্রামে।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে গ্রেফতার আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, রামপাল উপজেলা জামায়াতের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে এলাকায় নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাসডাঙা গ্রামের জামায়াত কর্মী আব্দুল ওয়াহেদ শেখের বাড়ির সামনে বেশ কয়েকজন বসে গোপন বৈঠক করছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেন তারা। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে রামপাল থানায় নাশকতা পরিকল্পনার পুরানো মামলাও রয়েছে। আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে জামায়াতের বক্তব্য জানতে জেলা জামায়াত নেতাদের ফোন করা হলেও তারা ফোন ধরেননি।

সারাবাংলা/এসএমএন

জামায়াত নেতা গ্রেফতার রামপাল উপজেলা জামায়াত

বিজ্ঞাপন

ইত্যাদি এবার মোংলায়
২৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

বরবাদের আইটেম গানে নুসরাত
২৪ নভেম্বর ২০২৪ ১৯:২৬

আরো

সম্পর্কিত খবর