Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষককে মারধরের জেরে ঢাকা পলিটেকনিকে অচলাবস্থা


৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৬:২১

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা:  তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দুই শিক্ষকের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এতে কলেজটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিক্ষকরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।

সোমবার সকাল থেকে সকল বিভাগের শিক্ষক কর্মচারীরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করে।

সূত্র জানায়, রোববার দুপরে শ্রেণীকক্ষে সামনে আর্কিটেকচার বিভাগের ইনস্ট্রাক্টর আশিক ও আর এস বিভাগের খন্ডকালীন শিক্ষক রাজুকে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের সামনে মারধর করে কলেজের ছাত্র হাসানসহ গ্রুপের সহযোগী ছাত্ররা । হাসান কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদীর অনুসারী। পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় শিক্ষকদের কাছে পাস করিয়ে দেয়ার দাবী জানান ওই ছাত্ররা। এতে শিক্ষকরা রাজি না হওয়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জাকির হোসেন জানান, পরীক্ষার ফলাফলের জের ধরেই দুই শিক্ষকের উপর হামলা হয়েছে। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ জানান, এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সারাবাংলা/ ইউজে/জেডএফ

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর