Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজের পর বিনোদনের প্রয়োজন আছে: প্রধান বিচারপতি


২৩ জুলাই ২০১৯ ১৮:৪৮

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সারাদিন কর্মব্যস্ততার পর মাঝে মধ্যে কিছুটা বিনোদনের প্রয়োজন আছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তরুণ চত্বর আয়োজিত ‘সুপ্রিমকোর্ট প্রিমিয়ার লীগের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমি আশা করি এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে আপনাদের মধ্যে সৌহার্দ্য বাড়বে। সারাদিন কর্মব্যস্ততার পর এই টুর্নামেন্ট একটু হলেও আপনাদের চিত্ত বিনোদনের উপলক্ষ হবে। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এতো কঠিন কাজ করার পর কিছুটা বিনোদনের দরকার আছে।’

পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লীগ (এসপিএল)’ উদ্বোধন করেন। এসময় জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও মুশফিক বাবু উপস্থিত ছিলেন।

প্রথম বারের মত অনুষ্ঠিত আইনজীবীদের এ ক্রিকেট টুর্নামেন্টে ২৫টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিমকোর্ট আইনজীবী (বার) সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, বারের বর্তমান সহ-সভাপতি মো. আবদুল বাতেন ও মো. জসিম উদ্দিন, সহ-সম্পাদক কাজী শামসুল হাসান (শুভ) ও শরীফ ইউ আহমেদ, কোষাধ্যক্ষ মো. ইমাম হোসাইন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান চৌধুরী ও মোহাম্মদ শামীম সরদার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেডকে/পিটিএম

প্রধান বিচারপতি বিনোদন

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই । ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর