‘ছেলেধরা’ গুজব রটিয়ে প্রধান শিক্ষক কারাগারে
২৩ জুলাই ২০১৯ ১৯:৪২
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ছেলেধরা গুজব রটিয়ে এক ব্যক্তিকে মারধর করার অপরাধে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাগারে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধান শিক্ষক কামাল হোসেনকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার (২২ জুলাই) উপজেলার ভোমরাদহ এলাকায় ইউনুস আলী হাওলাদার নামে এক ব্যক্তি অপটিক্যাল ফাইবার সংযোগ দিতে কাজ করছিলেন। এ সময় চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন ছেলেধরা সন্দেহে ইউনুস আলীকে মারধর শুরু করেন। ছেলেধরা শুনে স্থানীয়রাও ছুটে এসে তাকে মারধর করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পীরগঞ্জ থানা পুলিশ ইউনুস আলীকে উদ্ধার করে।
বজলুর রশিদ জানান, এই ঘটনায় ইউনুস আলী বাদী হয়ে প্রধান শিক্ষকসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সারাবাংলা/এটি