চট্টগ্রামে ২২ দিনে ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত
২৩ জুলাই ২০১৯ ২১:০৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু রোগ। গত ২২ দিনে চট্টগ্রামে ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে সিটি করপোরেশন বলছে- চট্টগ্রামে ডেঙ্গু এখনো ব্যাপক আকারে ছড়িয়ে পড়েনি। সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা ডেঙ্গু ঠেকাতে মশার ওষুধ ছিটানোসহ বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২ জন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪ জন, বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে ৪ জন এবং মেডিকেল সেন্টার, সিএসসিআর ও রয়েল হাসপাতালে একজন করে মোট ২৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
২৩ জনের মধ্যে ১৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ফেরত গেছেন। বর্তমানে চমেক হাসপাতালে ছয়জন, মেট্রোপলিটনে ২ জন, সিএসসিআর ও মেডিকেল সেন্টারে একজন করে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২২ জুলাই পর্যন্ত ২৩ জন ডেঙ্গু রোগী তারা শনাক্ত করেছেন। ২০১৭ সালে চট্টগ্রাম মহানগরীতে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয় ৬৬ জন। ২০১৮ সালে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে ১৭৭ জন।
গত ১৫ জুলাই থেকে নগরীতে মশা নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ৪১টি ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ঢাকায় মহামারী আকার ধারণ করলেও চট্টগ্রামে এখনো ডেঙ্গু রোগ সেভাবে ছড়ায়নি। আমরা সচেতনতামূলক ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছি। লিফলেট বিতরণের পাশাপাশি পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলরদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভাও হচ্ছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, চট্টগ্রামের ১৫টি উপজেলায় তদারকির জন্য সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নগরীর নয়টি আরবান ডিসপেনসারিতে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতার নির্দেশ দেয়া হয়েছে।
সারাবাংলা/আরডি/এমআই