Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বরিশালে লঞ্চ চলাচল বন্ধ


২৪ জুলাই ২০১৯ ০৯:১৪ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা লাগাতার কর্মবিরতির কারণে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে বুধবার (২৪ জুলাই) সকাল থেকে অভ্যন্তরীণ রুটে কোনো লঞ্চ চলাচল করছে না। ফলে  ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

নৌযান শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি প্রচার সম্পাদক মো. সেরাজুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল বেতন ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে কর্মবিরতিতে গিয়েছিলেন নৌযান কর্মচারীরা। তখন সরকার ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ৪৫ কার্যদিবসের মধ্যে তাদের দাবি পূরণ করা হবে। সেই ৪৫ দিন শেষ হয়েছে ২৬ জুন। তারপরেও দাবি মেনে নেওয়া হয়নি, বাড়েনি বেতন-ভাতা। এর মধ্যে গত ১০ জুলাই এক বৈঠকে নৌ পরিবহণ মন্ত্রী জানিয়েছিলেন ১৫ জুলাইর মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সেই সময়ও পার হয়ে যাওয়ায় এবার কর্মবিরতিতে গেলেন নৌযান শ্রমিকরা।

নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা সিদ্ধান্ত নেন যে, দাবি না আদায় হওয়া পর্যন্ত ২৩ জুলাই মধ্যরাত থেকে সব ধরনের নৌযানে শ্রমিকরা কাজ বন্ধ রাখবেন। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানালেন সংগঠনের এই নেতা।

এদিকে কর্মবিরতির কারণে বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী পন্টুনে এসে লঞ্চ ছাড়ার অপেক্ষায় বসে আছেন। কিন্তু কোনো আশ্বাস পাচ্ছেন না। ঈদকে সামনে রেখে এই ধরনের আন্দোলন অনেক মানুষ বিশেষ করে ব্যবসাীয়দের ক্ষতি করবে বলেও জানান অপেক্ষমান কয়েকজন যাত্রী। তারা দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।

সারাবাংলা/এসএমএন

নৌযান চলাচল বন্ধ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল নদীবন্দর