Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ ২ জনের মৃত্যু


২৪ জুলাই ২০১৯ ১২:০৩

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। বিজিবির দাবি, নিহত দুইজনই মাদক বিক্রেতা ছিলেন।

মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত গভীরে রাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে আশ্রয় নেয়া মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ কামাল (২২) ও হোয়াইক্যং নয়াপাড়ার আবুল শামার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (২৩)।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. রুবাইয়াৎ কবীর জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযানে যান তারা। সেখানে বিজিবিকে লক্ষ্য করে ইয়াবা বিক্রেতারা গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে দুই মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, দুইটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সারাবাংলা/এসএমএন

ইয়াবা বিক্রেতার মৃত্যু টেকনাফে বন্দুকযুদ্ধ বন্দুকযুদ্ধে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর