Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে হাসপাতালে ৫৬০ ডেঙ্গু রোগী, শুধু ঢামেকেই ১৪৫


২৪ জুলাই ২০১৯ ১৮:৪২

ঢাকা: ২৪ ঘণ্টয় বিভিন্ন হাসপাতালে ৫৬০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হওয়া রোগীর সংখ্যাই ১৪৫। এছাড়াও অন্যান্য হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪১৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বেড়ে এখন ৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু রোগে আক্রান্তদের সম্পর্কে দেওয়া দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৩ জুলাই ) সকাল ৮ থেকে বুধবার (২৪ জুলাই) সকাল ৮ পর্যন্ত এই ২৪ ঘণ্টার হিসেব অনুযায়ী  এই সংখ্যা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

এই রিপোর্টে বলা হয়, ৫ শ ৬০ জন রোগীর মধ্যে ৫ শ ৫৯ জন রোগীই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি। শুধু একজন রোগী খুলনা বিভাগের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফরের বুধবারের হিসেব অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৪৫ জন, মিডফোর্ড হাসপাতালে ৫৭ জন, ঢাকা শিশু হাসপাতাল ১১ জন , শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া  হলি ফ্যামিলি  রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন, বারডেম হাসপাতালে ৪ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৬ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এছাড়াও  ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে  ১৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া রিপোর্টে।

রিপোর্টটিতে গত ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়। যদিও কোন হাসপাতালে কত জন মারা গেছেন সেই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয় নি।

বিজ্ঞাপন

এদিকে, মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রতিদিন বেড়েই চলছে ডেঙ্গুর রোগীর সংখ্যা। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে বুধবার(২৪ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ১ শ ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী গতকাল ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩ শ ৯৩ জন। বুধবার রোগীর সংখ্যা বেড়ে ৪০৬ জনে দাঁড়িয়েছে। ছুটি নিয়েছে ১ শ ৩২ জন।

বিভিন্ন ওয়ার্ডে ছড়িয় ছিটিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। অনেকেই বেড না পেয়ে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা.মো: টিটো মিঞা বলেন, হাসপাতালের রোগী অনুযায়ী বেডের সংখ্যা কম। ডেঙ্গু ছাড়াও অন্যান্য রোগীর ভিড় সবসময় থাকে। এর মধ্যে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে অনেক। বেড না পেয়ে মেঝেতে আছেন অনেক রোগী। তবে সব রোগীকেই সমান চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

টিটো মিঞা আরও বলেন, আমাদের ডেঙ্গু বিশেষজ্ঞরা সব সময় রোগীদের খোঁজ নিচ্ছেন। একটা বিষয় খেয়াল করবেন, যেসব ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা শুধু ডেঙ্গু রোগেই আক্রান্ত না। অনেকেরই উচ্চ রক্তচাপ, কিডনি রোগ ও লিভারে সমস্যা রয়েছে, তাদের মৃত্যুঝুঁকিটা বেশি থাকে। এ ধরনের রোগীদের খুবই সতর্ক থাকতে হয়। তবে রোগীদের চিকিৎসার ত্রুটি হচ্ছে না।

সারাবাংলা/এসআর/ এসবি/জেডএফ 

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর