বনানীর হোটেলে ফের ধর্ষণের অভিযোগ, দুজন কারাগারে
৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৩৩
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর বনানীর অভিজাত এলাকার হোটেলে ফের গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ বলা হয়েছে, জন্মদিনের অংশ নেওয়ার জন্য ডেকে এনে এক তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় দুই অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযুক্তরা হলেন— সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার দারিয়াপুরের আনোয়ার হোসেনের ছেলে রাজিব আহম্মেদ (২৮) এবং বরিশালের মুলাদী উপজেলার চর ডিক্রি গ্রামের রুবেল হোসেন (২৭)। রাজীব মিরপুর সেকশন-১ এর ডি ব্লকে এবং রুবেল রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা গ্রামে থাকত।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিন সোমবার (০৫ ফেব্রুয়ারি) অভিযুক্তদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
অভিযুক্তপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
তবে মামলার যথাযথ নথিপত্র না পাওয়ায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব অভিযুক্তদের কারাগারে পাঠিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির তারিখ ধার্য করে দেন।
মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে গত শনিবার রাতে মিরপুরের রূপনগর এলাকার বাসিন্দা ওই তরুণীকে (১৮) বনানীর দি স্টার প্যালেস গেস্ট হাউজে এনে রাতভর আটকে রেখে গণধর্ষণ করে বলে অভিযোগে বলা হয়। ওই ঘটনায় রোববার রাত সাড়ে ৮টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলায় ওই তরুণী উল্লেখ করেন, বেশ কিছু দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই তার সঙ্গে রাজীবের পরিচয় হয়। গত শনিবার রাতে জন্মদিনের পার্টির কথা বলে ওই নারীকে বনানী ডি ব্লকের ৬৫ নম্বর দি স্টার গেস্ট হাউজে আসতে বলেন রাজীব।
ওই তরুণী রাত সাড়ে ৮টার দিকে গেস্ট হাউজে আসেন। সেখানে রাজীবের সঙ্গে তার বন্ধু জয়ও উপস্থিত ছিলেন। তারপর রাতভর সেখানে আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে ওই তিনি মামলায় অভিযোগ করেছেন।
সেখান থেকে ছাড়া পেয়ে গতকাল রোববার রাতে মামলা করেন ওই তরুণী। তার পরই দুজনকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/এআই/আইজেকে