চলে যাচ্ছেন টেরিজা মে
২৪ জুলাই ২০১৯ ১৮:৫৪
বরিস জনসন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার আগে,শেষবারের মত সংসদ সদস্যদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন টেরিজা মে। খবর বিবিসির।
লেবার পার্টির নেতা জেরমি করবিন প্রশ্নের সুযোগ নিয়ে, টেরিজা মের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারপরই তিনি অর্থনৈতিক মন্দার রেকর্ড, আবাসন সমস্যা এবং ব্রেক্সিট ইস্যুতে টেরিজা মে’র কঠোর সমালোচনা করেন। প্রশ্নোত্তরের এক পর্যায়ে তিনি বলেন, সংসদের একজন সদস্য হিসেবে তিনি তার ভূমিকা পালন করতে থাকবেন। একটা সফল কমিটির হাতে তিনি যে ব্রেক্সিটের বিষয়টি সমাধান করার ভার অর্পন করতে পেরে তিনি আনন্দিত।
এরপর পার্লামেন্ট থেকে বেরিয়ে ডাউনিং স্ট্রিটে বরিসের অভিষেকের আগে টেরিজা মে তার বিদায়ী বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি তার সময়কালে শিক্ষার উন্নয়ন, বেকার সমস্যা সমাধান এবং আবাসন সুবিধার উন্নয়নকে নিজস্ব অর্জন হিসেবে দাবি করেন।
এদিকে এই ডাউনিং স্ট্রিট থেকেই বরিস জনসন তার মন্ত্রিসভার ঘোষণা দিবেন।
রাজনীতি বিশ্লেষকেরা মনে করছেন, এই মন্ত্রিসভায় নারী এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো থেকে প্রতিনিধিত্ব বাড়িয়ে, আধুনিক যুক্তরাজ্য ধারণার প্রতিফলন ঘটানো হবে।
কনজারভেটিভ পার্টি টেরিজা মে প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রিসভা যুক্তরাজ্য লেবার পার্টি