Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাঁতিবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দোকান কর্মচারীর মৃত্যু


২৪ জুলাই ২০১৯ ২৩:০৬ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ২৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগৃহীত ও প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বংশালের তাঁতিবাজার মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শুভ (১৮) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

দোকান মালিক আব্দুল করিম জুয়েল জানান, সিদ্দিকবাজারে জুয়েল ট্রেডার্স নামে রেক্সিনের ব্যবসা প্রতিষ্ঠান আছে। শুভ সেখানে কাজ করত। সন্ধ্যায় সে তাঁতিবাজারে একটি ট্রান্সপোর্টে মাল দিতে যায়। সেখান থেকে পায়ে হেঁটে সিদ্দিকবাজারের দোকানে আসার পথে তাঁতিবাজার মোড়ে কয়েকজন তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

বিজ্ঞাপন

ধস্তাধস্তির এক পর্যায়ে শুভর বুকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহের বুকের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত শুভ লক্ষীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে বংশাল সিদ্দিকবাজারের একটি মেসে থাকত।

সারাবাংলা/এসএসআর/এনএইচ

ছিনতাইকারী ছুরিকাঘাত তাঁতিবাজার