Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলেধরা গুজব প্রতিরোধে মতবিনিময়


২৫ জুলাই ২০১৯ ০২:২২ | আপডেট: ২৫ জুলাই ২০১৯ ০২:২৬

নেত্রকোনা: নেত্রকোনায় ছেলে ধরা গুজব প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা পুলিশ আয়োজিত এ সভায় রাজনীতিবিদ, সমাজসেবী ও সংবাদকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। এতে ছেলে ধরা, পদ্মসেতু নিয়ে গুজব, নিজের হাতে আইন তুলে না নেয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে সচেতনতামূলক বার্তা দেয়া হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি নেত্রকোনায় ঘটে যাওয়া শিশুর গলাকাটার ঘটনাটি শুধুমাত্র হত্যাকাণ্ড উল্লেখ করে বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায় জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া।

সারাবাংলা/ইএইচটি

গুজব ছেলেধরা গুজব নেত্রকোনা মাথা কাটার গুজব