Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহের মধ্যে মশা নিধনে সঠিক ওষুধ চাই: হাইকোর্ট


২৫ জুলাই ২০১৯ ১১:৫৯ | আপডেট: ২৫ জুলাই ২০১৯ ১২:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী এক সপ্তাহের মধ্যে মশা নিধনে সঠিক ওষুধ চান বলে জানিয়েছেন হাইকোর্ট। আর এজন্য যা ব্যবস্থা নেওয়া দরকার তার বিস্তারিতও জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্দেশে আদালত বলেন, ‘সারাদেশের মানুষ আতংকে রয়েছে। আমরা চাই আপনারা এক সপ্তাহের মধ্যে ওষুধের ব্যবস্থা করবেন।’

এক সপ্তাহের মধ্যে ভালো ওষুধ কোন প্রক্রিয়ায় কিনতে হবে বা দেশে আনতে হবে সেই প্রক্রিয়া সম্পর্কে জানাতে দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে দুপুর ২টা পর্যন্ত সময় দিয়েছেন আদালত। এপরে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

বিজ্ঞাপন

এসময় আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌসিফ এনাম ও দক্ষিণের পক্ষে সাঈদ আহমেদ রাজা। রাষ্টপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত সোমবার (২২ জুলাই) ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জমা দেওয়া প্রতিবেদনে আদালত সন্তোষ না হওয়ায় দুই সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) মো. শরীফ আহমেদ ও উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। তাদের কাছে এক সপ্তাহের মধ্যে ওষুধ কেনার প্রকি্রয়ার কথা জানতে চান হাইকোর্ট।

গত ১৪ জুলাই স্বপ্রণোদিত এক আদেশে আদালত বলেন, ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ২৪ ঘন্টার মধ্যে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে নাগরিকদের ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগে আক্রান্ত হওয়া বন্ধ করতে এবং এডিস মশা নির্মুলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইন বর্হিভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারিও করেন আদালত।

এডিস মশা টপ নিউজ মশার ওষুধ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর