মেয়ের বিয়ে, তাই ১ মাসের মুক্তি রাজীব গান্ধী হত্যায় দণ্ডিত নলিনীর
২৫ জুলাই ২০১৯ ১৩:২৮
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণকে প্যারোলে এক মাসের মুক্তি দেওয়া হয়েছে। তার মেয়ে হরিত্রার বিয়ে উপলক্ষে নলিনী বিশেষ বিবেচনায় এই সাময়িক মুক্তি পেয়েছেন। প্রসঙ্গত, নলিনী জেলে থাকা অবস্থায় কারাগারেই হরিত্রার জন্ম হয়েছিল। তবে হরিত্রা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) তামিলনাড়ুর ভেলোর জেল থেকে নিলিনীকে মুক্তি দেওয়া হয়। খবর জানিয়েছে দ্য হিন্দুস্থান টাইমস।
নলিনী ভারতে সবচেয়ে দীর্ঘসময় কারাবন্দি থাকা নারী। ২৮ বছরের কারাজীবনে এর আগেও প্যারোলে একদিনের মুক্তি পেয়েছিলেন তিনি। সেসময় বাবার শেষকৃত্য উপলক্ষে তাকে মুক্তি দেওয়া হয়েছিল।
আবেদনের পরিপ্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট গত ৫ জুলাই নলিনীর প্যারোল আবেদনে সায় দেয়। একইসঙ্গে কোর্ট বলেছে, প্যারোলে মুক্তিতে নলিনীর যাবতীয় খরচ বহন করতে হবে সরকারকে।
১৯৯১ সালের ২১ মে এক আত্মঘাতী হামলায় তামিলনাড়ুতে মৃত্যু হয় রাজীব গান্ধীর। শ্রীলঙ্কার তামিল বিদ্রোহীরা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। নলিনী ছাড়াও তার স্বামী মুরুগানও হত্যকাণ্ডে জড়িত থাকায় যাবজ্জীবন সাজা পেয়েছেন।
গত বছর সেপ্টেম্বরে তামিলনাড়ুর রাজ্য সরকার নলিনীকে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছিল।