যুক্তরাজ্যে বরিস জনসনের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা
২৫ জুলাই ২০১৯ ১৪:৫৩
বরিস জনসনের নেতৃত্বে যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভা প্রথমবারের মতো বৈঠকে মিলিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) হাউজ অব কমন্সে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।
বৈঠকে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য শীর্ষ নেতৃত্ব বাছাইয়ের পরপরই মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়।
এ মন্ত্রিসভায় ফিরে এসেছেন ডমিনিক রব ও প্রীতি প্যাটেল। তাঁরা দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। টেরিজা মে’র মন্ত্রিসভার অর্ধেক সদস্য (১৭ জন) এ মন্ত্রিসভায় নেই। তাদের কেউকেউ পদত্যাগ করেছেন। কাউকে কাউকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইয়ে থাকা জেরমি হান্ট।
তবে, টেরিজা মে’র মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাজিদ জাভিদ বরিসের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
হাউজ অব কমন্সের নেতার দায়িত্ব পেয়ে রিজ মগ বিবিসিকে বলেছেন, বরিস প্রধানমন্ত্রী হয়ে দেশকে ঐক্যবদ্ধ করেছেন আর দলকে ঐক্যবদ্ধ করেছেন মন্ত্রিসভা ঘোষণার মাধ্যমে।
বরিস জনসনের মন্ত্রিসভায় ৩১ সদস্যের মধ্যে আটজন নারী সদস্য রয়েছেন।
এরপর প্রধানমন্ত্রী হিসেবে হাউজ অব কমন্সে প্রথবার বক্তব্য রাখতে গিয়ে বরিস বলেন, কোন ধরণের অজুহাত ছাড়াই আগামী ৩১ অক্টোবরের মধ্যেই যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসবে।
এক নজরে দেখে নিন বরিস জনসনের মন্ত্রিসভায় কারা কোন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্বে থাকছেন।
সাজিদ জাভিদ – অর্থ মন্ত্রণালয়
প্রীতি প্যাটেল – স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডমিনিক রব – পররাষ্ট্র মন্ত্রণালয়
স্টিফেন বার্কলে – ব্রেক্সিট সেক্রেটারি
মাইকেল গোভ – চ্যান্সেলর নো ডিল ব্রেক্সিট
বেন ওয়ালেস – প্রতিরক্ষা মন্ত্রণালয়
লিয ট্রাস – বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়
ম্যাট হ্যানকক – স্বাস্থ্য ও সমাজ সেবা মন্ত্রণালয়
টেরিজা ভিলিয়ার্স – পরিবেশ মন্ত্রণালয়
গ্যাভিন উইলিয়ামসন – শিক্ষা মন্ত্রণালয়
নিকি মরগ্যান – সংস্কৃতি মন্ত্রণালয়
আন্দ্রে লিডসোম – বাণিজ্য মন্ত্রণালয়
রবার্ট জেনরিক – আবাসন মন্ত্রণালয়
ববার্ট বাকল্যান্ড – আইন মন্ত্রণালয়
অলোক শর্মা – আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রণালয়
গ্রান্ট শ্যাপস – পরিবহন মন্ত্রণালয়
অ্যালান কায়ের্নস – ওয়েলস মন্ত্রণালয়
অ্যালিস্টার জ্যাক – স্কটল্যান্ড মন্ত্রণালয়
জুলিয়ান স্মিথ – নর্দান আয়ারল্যান্ড মন্ত্রণালয়
পূর্ণ দায়িত্ব প্রাপ্ত নন যারা
ব্যারোনিস ইভানস – হাউজ অব লর্ডসের নেতা
জেমস ক্লেভারলি – পার্টির সভাপতি
জ্যাকব রিস মগ – হাউজ অব কমন্সের নেতা
ঋষি শুনাক –অর্থ মন্ত্রনালয়ের প্রধান সচিব
মার্ক স্পেনসার – চিফ হুইপ
জিওফ্রি কক্স – এটর্নী জেনেরাল
এস্টার ম্যাকভে – আবাসান মন্ত্রণালয়
ব্রান্ডন লুইস – স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জো জনসন – বাণিজ্য, জ্বালানি, শিল্প কৌশল এবং শিক্ষা মন্ত্রণালয়
ওলিভার ডোওডেন – পে মাস্টার জেনারাল
প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট মন্ত্রিসভা যুক্তরাজ্য হাউজ অব কমন্স হাউজ অব লর্ডস