Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান ২০২২ সাল নাগাদ মহাকাশে নভোচারী পাঠাতে চায়


২৫ জুলাই ২০১৯ ২০:৪১ | আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০০:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাকাশে ভারতের একের পর এক সফলতায় প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান মোটেও ঈর্ষাকাতর হবে না তা কি হয়! তবে ঈর্ষা বা বস্তবতা যাইহোক না কেন, পাকিস্তান জানিয়েছে ২০২২ সাল নাগাদ মহাকাশে প্রথম নভোচারী পাঠাবে দেশটি। খবর গালফ নিউজের।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বৃহস্পতিবার (২৫ জুলাই) জানান, পাকিস্তানের মহাকাশ মিশনের প্রস্তুতি শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে। এক্ষেত্রে চীনের স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি ব্যবহার করবে তারা।

ফাওয়াদ চৌধুরী আরও বলেন, প্রথম পাকিস্তানি নভোচারী চূড়ান্তের প্রক্রিয়া ২০২০ সালে ফেব্রুয়ারি শুরু হবে। প্রাথমিক তালিকায় থাকছে ৫০ জনের নাম। এটাকে ২৫ এ নামিয়ে আনা হবে। ২০২২ সালে আমরা প্রথম নভোচারী পাঠাব। আমাদের দেশের সবচেয়ে বড় মহাকাশ প্রকল্প হচ্ছে এটি।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিমান বাহিনী এই মহাকাশ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

নভোচারী পাকিস্তান মহাকাশ মিশন