Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৪০ স্বর্ণের বারসহ দুই বিমানকর্মী আটক


৫ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩২ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৬:২২

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই কোটি তিন লাখ টাকার ৪০টি স্বর্ণের বারসহ দুই বিমানকর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে তাদের স্বর্ণসহ আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ফ্লাইটের দুই বিমানকর্মী এয়ারক্রাফটের ভেতরে লুকানো স্বর্ণ নিজেদের শরীরে বহন করে পাচার করছিলেন। শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণসহ জাফর ইকবাল ও জয়দেব দাস নামের দুইজনকে আটক করে।

তারা বাংলাদেশ বিমানের পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন।

আটক করা স্বর্ণের পরিমাণ ৪ দশমিক ৬৪০ কেজি। এর মূল্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইউজে/এমআই

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর