গাইবান্ধা: গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতি আগের থেকে অবনতি হয়েছে। নতুন করে আবারও বাড়ছে ব্রহ্মপুত্র নদ ও ঘাঘট নদীর পানি। ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে নদীর তীরবর্তী এসব এলাকার মানুষের মধ্যে। ইতোমধ্যে বন্যার পানিতে ডুবে মারা গেছে ১১জন। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গো-খাদ্যের সংকট। ছড়াচ্ছে নানা পানিবাহিত রোগ।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধায় বন্যার পানি লোকালয় থেকে অত্যন্ত ধীর গতিতে নামতে থাকায় দুর্ভোগ বেড়েছে বন্যা কবলিত মানুষের। ঘরবাড়ি ডুবে থাকায় বানভাসি মানুষ আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে আশ্রয় নিয়েছে। অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।
গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার বন্যা দুর্গত এলাকায় গবাদি পশুর খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাব এবং স্যানিটেশন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সরকারি চিকিৎসা সেবার পাশাপাশি ১৬৫টি চর এলাকায় বেসরকারি সংস্থা ফ্রেন্ডশীপ এর ৫টি দল চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করছে।