Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমাহীন ভোগান্তিতে ডেঙ্গু রোগীরা


২৬ জুলাই ২০১৯ ১৫:১৮ | আপডেট: ২৬ জুলাই ২০১৯ ১৫:৩৮

ঢাকা: দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা শহরগুলোতেও ডেঙ্গু আতঙ্ক মহামারি আকার ধারণ করেছে। গতকাল (২৫ জুলাই) পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৫৪৭ জন। কিন্তু হাসপাতালের বেড সংকটে চরম ভোগান্তিতে আছেন রোগীরা। ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের মেঝে, বারান্দা, চিকিৎসকের চেম্বার এবং লিফটের সামনে থেকে শুরু করে বাথরুমের দরজা পর্যন্ত সর্বত্র রোগীরা বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। এদিকে রোগীর ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। চিকিৎসকরা বলছেন, হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। কিন্তু সে পরিমাণে নেই ডাক্তার বা নার্সের সংখ্যা। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী থেকে শুরু করে চিকিৎসক- সবারই। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে ডেঙ্গু রোগীদের ভোগান্তির ছবিগুলো তুলেছেন হাবিবুর রহমান, সুমিত আহমেদ, সোহেল রানা ও অলি উল্লাহ আল মাসুদ।

বিজ্ঞাপন

 

ডেঙ্গু ডেঙ্গুর প্রকোপ রোগীদের ভোগান্তি