হাইটেক পার্ক নির্মাণে উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি
২৬ জুলাই ২০১৯ ১৯:৩২
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী নির্মাণের কারণে উচ্ছেদ হওয়া প্রায় ১২শ পরিবারের সুরক্ষা ও ‘ক্ষতিগ্রস্ত’ পরিবারের পুনর্বাসন দাবি করেছে প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চ।
শুক্রবার ( ২৬ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি করেন সমন্বয়ক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তবে সংবাদ সম্মেলনে ‘ক্ষতিগ্রস্ত’ কোনো পরিবার সদস্য উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘রাজশাহীতে হাইটেক পার্ক নির্মাণের কারণে প্রায় ১২শ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ডিসি অফিস থেকে ৬শ পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০-৭০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দাবি, তাদের সঙ্গে যা করা হয়েছে তা অমানবিক। গতবছর শীতের একদিনে তাদের উচ্ছেদ করা হয়েছে। হাইটেক পার্ক প্রকল্পের জন্য নির্ধারিত ভূমিতে দীর্ঘ ১৫ বছর ধরে বসবাসকারীদের উচ্ছেদ করা হয়েছে। রাষ্ট্রের যেখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেখানে তাদের সঙ্গে নিষ্ঠুর ও অমানবিক আচরণ করা হয়েছে। প্রতিবছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে আমরা ২২ হাজার হেক্টর কৃষি জমি হারাচ্ছি। এভাবে চলতে থাকলে আমরা ২০১৭ সালের পরে আর কোনো কৃষি জমি থাকবে না। তখন প্রাণ ও প্রকৃতির নির্মম আচরণ শুরু হবে।’
জ্যোতির্ময় বড়ুয়া আরও বলেন, ‘রাজশাহী হাইটেক পার্ক নির্মাণের কারণে যেসব পরিবারকে উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে। উচ্ছেদ হওয়া অধিকাংশ পরিবার ক্ষতিপূরণ পায়নি, তাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। সকলের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বর্তমানে তারা যেসব স্থানে বসবাস করছেন যেসব স্থানে যাতায়াতের রাস্তাসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়া ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সকল প্রশাসনিক কর্মকাণ্ড স্বচ্ছতার মাধ্যমে সম্পাদন করতে হবে।’
রোহিঙ্গারা এদেশে সুযোগ-সুবিধা পেলেও দেশের নাগরিকরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীদের উদ্ধৃতি টেনে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘রোহিঙ্গারা এদেশে যাবতীয় সুবিধা পাচ্ছে। কিন্তু এদেশের নাগরিক তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। রাজশাহীতে হাইটেক পার্ক নির্মাণের জন্য ৩১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে গতবছর। প্রায় ১২শ পরিবার সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা কোনো সংস্থা থেকে তাদের পাশে দাঁড়ানো হয়নি যা খুবই দুঃখজনক। কিন্তু জনগণের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব সেখানে নাগিরিকরা প্রতিনিয়ত সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা রাজশাহী হাইটেক পার্ক নির্মাণের জন্য যেসব পরিবারকে উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসনসহ যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব জাকিয়া শিশির, সদস্য অপরাজিতা সঙ্গীতা ও জাকির হোসেন খান, লোকমান বিন নুর।