Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাফার্জ হোলসিমের ৫১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন


২৭ জুলাই ২০১৯ ১৭:৩৩

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লি. চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে শতকরা ৫১ শতাংশ। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বেড়েছে ৪৬ শতাংশ। এছাড়াও কোম্পানিটির বছরের প্রথম ভাগের রাজস্ব বেড়েছে শতকরা ১৭ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে শতকরা ১৪ শতাংশ।

শনিবার(২৭ জুলাই) লাফার্জ হোলসিম বাংলাদেশের ম্যানেজার তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (মার্চ-জুন) কোম্পানির মোট রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০ কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৬৪ কোটি ১০ লাখ টাকা বেশি। গত বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় ছিল ২৬ পয়সা এবং বর্তমানে তা বেড়ে হয়েছে ৩৮ পয়সা।’

অন্যদিকে লাফার্জ হোলসিমের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির কার্যক্রম সম্পর্কে প্রধান নির্বাহী রাজেশ সুরানা বলেন, ‘২০১৮ সালের ধারাবাহিকতায় এই প্রান্তিকেও কোম্পানি ভালো পারফর্ম করেছে। কমার্শিয়াল ইনোভেশন, পরিচালন দক্ষতা এবং ব্যয় সমন্বয় আমরা অব্যহত রেখেছি। এগুলোর ওপর আলোকপাত করে বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জনে আমরা বদ্ধ পরিকর।’

বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রাহকদের চাহিদা পূরণের পাশাপাশি সরকারের বৃহৎ উন্নয়ন কর্মকাণ্ডের সাথে নিজেদের আমরা যুক্ত করতে পেরেছি। গুণগত মানসম্পন্ন পণ্যের মাধ্যমে ব্যক্তি গ্রাহকদের পাশাপাশি বড় বড় প্রকল্পগুলোতেও অংশীদার হওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।’

উল্লেখ্য, লাফার্জ হোলসিম বাংলাদেশে বর্তমানে চারটি সিমেন্ট প্ল্যান্ট রয়েছে। এর মধ্যে একটি সুনামঞ্জের ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্ট।

সারাবাংলা/জিএস/পিটিএম

প্রবৃদ্ধি লাফার্জ হোলসিম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর