Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস লাইন বিস্ফোরণে হাত বিচ্ছিন্ন, দগ্ধ ৪


২৭ জুলাই ২০১৯ ১৯:২০ | আপডেট: ২৭ জুলাই ২০১৯ ২৩:০৩

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারটেক্স কপার মিলে গ্যাস লাইন বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের একজনের হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৭ জুলাই) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন গ্যাস লাইনের ঠিকাদার মো. বাবুল হোসেন (৪৫), কর্মচারী আবু তাহের (৩৫) সহকারী ইঞ্জিনিয়ার মহসিন (২৯) ও মিঠু (৩০)।

কারাখানার প্রোডাকশন ম্যানেজার আ. মতিন জানান, ওই চার জন কপার মিলের কর্মী। কারখানাতেই নতুন গ্যাস লাইন সংযোগ দেওয়ার কাজ চলছিল। দুপুরে গ্যাস লাইনের প্রেশার চেক করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, বিস্ফোরণে বাবুলের ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার শরীর সামান্য পুড়েছে, শরীরে আঘাতও লেগেছে। মহসিন ও মিঠুরও শরীরে বিভিন্ন জায়গায় আঘাত ও দগ্ধ রয়েছে। আর আবু তাহেরের হাত-পা ও শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। তাদের বার্ন ও হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

গ্যাস লাইন পারটেক্স মিল বিস্ফোরণ রূপগঞ্জ

বিজ্ঞাপন

এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর