Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহেলকে আটকের গুজব


৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করা হয়েছে বলে গুজব ছড়িয়েছে।

মালিবাগ থেকে  মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সারাবাংলাকে বলেন, ‘খালেদা জিয়ার সফরসঙ্গী ছিলেন হাবীব উন নবী খান সোহেল। মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি ঢাকায় পৌঁছলে মালিবাগ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে- এত টুকুই আমরা শুনেছি।’

এদিকে সোহেলের ঘনিষ্ঠ স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু তার ফেসবুকে লিখেছেন, ‘বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর ( দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে মালিবাগ এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে । বিষয়টি সঠিক নয় বলে আমরা জানতে পেরেছি । এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। পরিবারের পক্ষ থেকে হাবিব-উন-নবী খান সোহেলের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।’

বেলা ১২ টার দিকে বিষয়টি নিয়ে ফের জানতে চাইলে আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আমিও নিশ্চিত না। মিডিয়ার খবরের ভিত্তিতে তখন আটকের কথাটা বলেছিলাম।’

ছাত্রদলের সাবেক সভাপতি হাবীব উন নবী খান সোহেলের বিরুদ্ধে নাশকতাসহ ১২৯ টি মামলা রয়েছে। বেশ কয়েক দফা কারাবাসের পর তিনি সবগুলো মামলায় জামিনে আছেন।

সারাবাংলা/এজেড

 

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর