Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত, ঢাবির আইন বিভাগে পরীক্ষা স্থগিত


২৮ জুলাই ২০১৯ ১৪:২৬

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ছয় শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ওই ব্যাচের মিড টার্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাইমা হক স্বাক্ষরিত এক নোটিশে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এর আগে, ডেঙ্গুর ঝুঁকি বাড়ায় পরীক্ষা স্থগিতের জন্য আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।

আইন বিভাগের নোটিশে বলা হয়, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মাস্টার অব লজ (জেনারেল অ্যান্ড স্পেশালাইজড) কোর্সের শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ছয়জন হয়েছে। এছাড়া ডেঙ্গুর প্রকোপে আরও অসুস্থ হওয়ার ঝুঁকি থাকায় তাদের প্রথম মিড টার্ম পরীক্ষা স্থগিত করা হলো।

এ বিষয়ে অধ্যাপক ড. নাইমা হক বলেন, ‘আজকে আমাদের একটি ব্যাচের ইন কোর্স (টার্ম) পরীক্ষা ছিল। কিন্তু ওই ব্যাচের ছয়জন শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় আমরা পরীক্ষা আপাতত স্থগিত ঘোষণা করেছি।’

আইন বিভাগের চেয়ারম্যান বলেন, ‘এই পরীক্ষা কবে নেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

একই কারণে ক্লাস বন্ধ করা হবে কি না জানতে চাইলে নাইমা হক বলেন, ‘এই এখতিয়ার আমাদের নেই। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিষয়।’

আইন বিভাগ টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি পরীক্ষা স্থগিত

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর