Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে কাস্টমস অফিসের দেয়াল ধস, নিহত ১


৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৮

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের সীমানা সংলগ্ন দেয়াল ধসে পড়ায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেয়াল চাপায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। এছাড়া একজন মারা গেছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানিয়েছেন, পুরনো দেয়ালের পাশে নতুন দেয়াল তোলার জন্য খনন করায় তা ধসে পড়ে। এছাড়া নতুন খোঁড়া গর্তে প্রচুর পানি থাকায়  উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়। তবে ধসে যাওয়া দেয়ালের বেশিরভাগ অংশ সরিয়ে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি এপিবিএন ও অন্যান্য বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে।

এদিকে বিমান বন্দরের কিছুটা দূরে দেয়াল ধসের ঘটনায় বিমান উঠা-নামায় কোন বাধার সৃষ্টি হয়নি।

বিমানবন্দর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) নুরে আযম মিয়া সারাবাংলা‌কে জানান, সিভিল অ্যাভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় দেয়ালটি ধসে পড়ে। একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সালেহ উদ্দিন সাংবাদিকদের জানান, অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেয়ালচাপা কিংবা আটকাপড়া কাউকে পাওয়া যায়নি।

সারাবাংলা/ইউজে/এসআর/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর