Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ আগস্ট ঘিরে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা


২৮ জুলাই ২০১৯ ১৫:২৭

ঢাকা: প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে জাতীয় শোক দিবস। ১৫ আগস্ট প্রতিটি জায়গায় আইন শৃঙখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। সব ভেন্যুতেই প্রবেশপথে থাকবে আর্চওয়ে। এছাড়া অনুষ্ঠানস্থল জুড়ে থাকবে সিসিটিভি।

রোববার (২৮ জুলাই) সচিবালয়ে ১৫ আগস্টের নিরাপত্তা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, এদিন সকাল সাড়ে সাতটায় বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত জাতির জনকের পরিবারের সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, ১৫ আগস্ট সকালে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ও ফাতেহা পাঠ করবেন। এর আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

এরপর তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

প্রতিটি স্থানে অতিরিক্ত আইনশৃঙখলা বাহিনী মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থলে আর্চওয়ে ও সিসিটিভি থাকবে। এছাড়া মেডিকেল টিম, সুপেয় পানির ব্যবস্থা থাকবে। এছাড়া অনুষ্ঠানস্থলে, মোবাইল টয়লেট, ফায়ারসার্ভিস মোতায়েন থাকবে। দেশ জুড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এএইচএইচ/জেডএফ 

জাতীয় শোক দিবস টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর