Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুধ উৎপাদন ও বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ


২৯ জুলাই ২০১৯ ১০:৪০ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪টি কোম্পানির সব পাস্তুরিত দুধ উৎপাদন, সংগ্রহ ও বিপণনের ওপর নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২৯ জুলাই) সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী জিনাত হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সব পাস্তুরিত দুধ উৎপাদন, সংগ্রহ ও বিপণন বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন আমরা সেই আদেশ স্থগিত চেয়ে শিগগিরই আবেদন করবো।

এর আগে, রোববার (২৮ জুলাই) বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) লাইসেন্সপ্রাপ্ত ১৪ কোম্পানির ‍দুধ উৎপাদন, বিক্রি, সরবরাহ, মজুদ ও ক্রয় পাঁচ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি উৎপাদিত দুধে অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকর উপাদান থাকায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না— জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল জারি করেন আদালত।

বিজ্ঞাপন

কোম্পানিগুলোর পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে জমা দেওয়া চার প্রতিবেদনের বিষয়ের ওপর শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

যে ১৪টি কোম্পানির দুধের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো— আফতাব (আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট), ফার্ম ফ্রেশ (আকিজ ফুড অ্যান্ড বেভারেজ), মু (আমেরিকান ডেইরি), মিল্ক ভিটা, ডেইরি ফ্রেশ (বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস), আড়ং ডেইরি (ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট), আয়রান (ড্যানিশ ডেইরি ফার্ম), পিউরা (ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট), ইগলু (ইগলু ডেইরি), প্রাণ (প্রাণ ডেইরি), মিল্ক ফ্রেশ (উত্তরবঙ্গ ডেইরি), আল্ট্রা (শিলাইদহ ডেইরি), আরওয়া (পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ) ও সেফ (তানিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস)।

টপ নিউজ পাস্তুরিত দুধ রাষ্ট্রপক্ষের আপীল