Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ৪ জনের ফাঁসির আদেশ


৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৫

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট

গাজীপুর:  সিএনজি অটোরিকশা মালিক খোকা মিয়া হত্যার দায়ে গাজীপুরের শ্রীপুরে চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো, নরসিংদী জেলার কামরুল ইসলাম, গাজীপুরের শওকত, মিজান ও নেত্রকোনার শাহীন মিয়া।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৯ জানুয়ারি রাতে গাজীপুরের শ্রীপুর মাধুখোলা এলাকার জঙ্গলে সিএনজি অটোরিকশা মালিক খোকা মিয়াকে হত্যা করে আসামিরা সিএনজি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পরে ২০১২ সালের ১৫ মে পুলিশ ৬ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার দীর্ঘ শুনানি শেষে ৬ আসামির মধ্যে ৪ জনের ফাঁসির আদেশ দেয় আদালত। মামলায় দুইজনকে খালাস দেয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের মধ্যে গাজীপুরের শওকত পলাতক রয়েছে। পরে আদালত অপর একটি ধারায় ফাঁসির দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সারাবাংলা/ এমএইচ/এমএ

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর