ফেনীতে নতুন ডেঙ্গু রোগী ৮ জন, চিকিৎসাধীন ৩২ জন
২৯ জুলাই ২০১৯ ১২:২০
ফেনী: ফেনীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রবিবার থেকে সোমবার (২৯ জুলাই) পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফেনীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ৮ জন। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় গতকাল তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ফেনী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি হওয়া রোগীর সংখ্যা রয়েছে ২৪জন। এরমধ্যে নতুন ভর্তি হয়েছেন তিনজন। অন্যদিকে, পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ফেনী আলকেমী হাসপাতালে তিনজন ও ফেনী ডায়াবেটিস হাসপাতালে নতুন একজনসহ ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। ফেনীতে ডেঙ্গু রোগীদের বেশীরভাগই ঢাকায় আক্রান্ত হয়েছেন।
ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি জানান, নতুন রোগীসহ এখন পর্যন্ত ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ছয়জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এখন পর্যন্ত মোট চিকিৎসা নিয়েছেন ৫৮ জন।
ফেনী ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শুসেন চন্দ্র শীল জানান, বর্তমানে নতুন একজনসহ চারজন রোগী এই হাসপাতালে ভর্তি আছেন। নতুন করে একজনসহ মোট সাতজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গত কয়েক দিনে এই হাসপাতালে ২৬ জন চিকিৎসা নিয়েছেন।
এদিকে, ফেনীর সিভিল সার্জন ডা. নেয়াতুজ্জমান সারাবাংলাকে জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ফেনীর সরকারি ও বেসরকারি হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাছাড়া প্রয়োজনীয় ডায়াগনস্টিক সামগ্রী বাড়ানোর প্রক্রিয়াও চলছে।