Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ: ৪ আসামির রায় যেকোনো দিন


৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ মামলায় নোয়াখালীর ‍সুধারামের আমির আলীসহ চারজনের রায় যেকোনো দিন।

আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষে চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ দেয়।

মামলার অন্য তিন আসামি হলেন, মো. জয়নাল আবদিন, মো. আব্দুল কুদ্দুস ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। এদের মধ্যে আসামি আবুল কালাম ওরফে এ কে এম মনসুর পলাতক।

প্রথমে মামলার আসামি ছিল পাঁচজন। আসামি মো. ইউসুফ আলী গ্রেফতারের পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। আইনজীবী তারিকুল ইসলাম, মিজানুর রহমান, গাজী এমএইচ তামিম ও মাসুদ রানা আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

পরে প্রসিকিউটর জাহিদ ইমাম বলেন, ‘চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগের ওপর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করেছে। প্রসিকিউশন মনে করে উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে সবক’টি অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তির আরজি জানিয়েছি ট্রাইব্যুনালের কাছে।’

প্রাথমিকভাবে ৫ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হলও মামলার অভিযোগ গঠনের আগে আসামি মো. ইউসুফ আলী গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে মারা যান। পরে ২০১৬ সালের ২০ জুন চারজনের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠণ ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি অভিযোগ গঠন করা হয়।

মুক্তিযুদ্ধের সময় আসামিরা নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যা করে। এছাড়া লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ মামলাটির তদন্ত করেছেন তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন। এই তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষ ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। আসামিদের পক্ষে ট্রাইব্যুনালে কোনো সাক্ষী আসেনি।

২০১৪ সালের ১৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে ৩০ আগস্ট শেষ হয়। ৩১ আগস্ট তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে তদন্ত সংস্থা। এর ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

সারাবাংলা/ এজেডকে/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর