Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির প্রথম সমাবর্তন ১১ জানুয়ারি


২৯ জুলাই ২০১৯ ১৪:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২০ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন। এই সমাবর্তনে অংশগ্রহণ করবেন ১৮ হাজার ২৮৪ জন শিক্ষার্থী। সমাবর্তনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

রোববার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক অনুমতি পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুমতি পত্রে বলা হয়েছে, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ৯(এক) ধারা অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ ২০২০ সালের ১১ জানুয়ারি বেলা বারোটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  ১৮ হাজার ২৮৪ জন শিক্ষার্থী প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেণ। এরমধ্যে কলা অনুষদের ৩ হাজার ৬২৩ জন, বিজনেস স্ট্যাডিজ অনুষদের ৫ হাজার ৪৩৫ জন, বিজ্ঞান অনুষদের ৩ হাজার ৪৮ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ৩ হাজার ৪১০ জন, আইন অনুষদের ৩’শ ৩৪ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ২হাজার ৪৩৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথম সমাবর্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর