ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
২৯ জুলাই ২০১৯ ১৪:৫৯
লক্ষ্মীপুর: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. দিদারুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দিদারুলের বাড়ি নোয়াখালী জেলার উত্তর ফকিরপুল গ্রামে। তার বাবার নাম শামছুল হক। তিনি নোয়াখালীর সুধারাম থানার দারুল ইসলাম মডেল মাদরাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা জানান, দীর্ঘ দিন ধরে দিদারুল ফেসবুকে গুজব রটিয়ে বিভ্রান্তি সৃষ্টি, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাকে আটক করে। তার বিরুদ্ধে সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দিদারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি একাধিক অ্যাকাউন্ট থেকে ফেসবুকে পোস্ট করতাম এটা ঠিক। আমি বুঝতে পেরেছি গুজব ছড়ানো ঠিক হয়নি। ভবিষ্যতে এ রকম ভুল আর হবে না।