Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেকে ২৪ ঘন্টায় ভর্তি ১২ ডেঙ্গু রোগী


২৯ জুলাই ২০১৯ ১৬:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহীতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোববার (২৮ জুলাই) সকাল থেকে সোমবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১২ জন। এদের প্রত্যেকেই ঢাকায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

রামেক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত দুই সপ্তাহে হাসপাতালে মোট ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ২০ জন। বর্তমানে ৩৩ জন রোগীর চিকিৎসা চলছে। এতোদিন হাসপাতালে ডেঙ্গু রোগ শনাক্ত করার উপকরণ ‘স্ট্রিপ’ ছিল না। রোববার স্ট্রিপ কেনা হয়েছে। তবে এর খরচ বহন করতে হবে রোগীদের। এজন্য প্রতি রোগীর খরচ হবে ২৫০ টাকা। অন্যান্য পরীক্ষাগুলোর মধ্যে হাসপাতালে সিবিসি ও প্লেটলেট পরীক্ষার ব্যবস্থা আছে।

বিজ্ঞাপন

আক্রান্ত রোগীদের স্বজনেরা সারাবাংলাকে জানান, এতোদিন হাসপাতালে স্ট্রিপের কোনো সরবরাহ না থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হয়েছে। এতে আক্রান্ত রোগীদের ভোগান্তি ও খরচ বেড়েছে।

২৪ ঘন্টায় ভর্তি ১২ ডেঙ্গু রোগী রামেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর