‘ডেঙ্গু প্রতিরোধের আহ্বান জানিয়েছিল বিএনপি, সরকার বলেছে গুজব’
২৯ জুলাই ২০১৯ ১৭:০৪
জামালপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধের আহ্বান জানিয়েছিল বিএনপি। তখন সরকার ডেঙ্গুর প্রকোপ গুজব বলে উড়িয়ে দিয়েছে। এখন ডেঙ্গু মহামারির রূপ নিয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকালে জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নে বন্যা দুর্গতদের হাতে দলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার সময় এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীরা জায়গা পাচ্ছেন না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডাক্তার ও নার্সসহ অনেক মানুষ মারা গেছেন। ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে। দেশে উন্নয়নের নামে যা হচ্ছে তা আ বলার অপেক্ষা রাখে না। উন্নয়ন কাজে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হচ্ছে। এখন একজন ডিআইজি প্রিজনের বাসা থেকে ঘুষ-দুর্নীতির ৮০ লাখ টাকা পাওয়া যাচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা রুহুল আমীন মিলনসহ অনেকে।