Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে বাঘ সংখ্যা ২৯৬৭, ৪ বছরে বেড়েছে ৭৪১টি


২৯ জুলাই ২০১৯ ১৯:১৬

পৃথিবীর প্রায় ৭০ ভাগ বাঘের আশ্রয়স্থল ভারত। দেশটিতে বিগত চার বছরে বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব বাঘ দিবস উপলক্ষে এই তথ্য তুলে ধরেন। বাঘশুমারি অনুযায়ী ২০১৪ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ২২২৬টি। ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৬৭টিতে।

সোমবার (২৯ জুলাই) সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

বাঘ বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব ভারতীয়র জন্য আনন্দের বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ভারত এখন বাঘের জন্য সবচেয়ে বড় ও নিরাপদ আবাসস্থল।

তথ্যে জানা যায়, বিগত ১৮৭৫ থেকে ১৯২৫ সাল পর্যন্ত ভারতে প্রায় ৮০ হাজার বাঘ হত্যা করা হয়। পরবর্তীতে সরকার এ বিষয়ে কঠোর হয়। তাই বাঘ বৃদ্ধি ভারতের সফলতা হিসেবেই দেখা হচ্ছে। ২০০৬ সাল থেকে ভারতে বাঘের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।

ভারত প্রতি চার বছর পরপর বাঘশুমারি করে থাকে। এজন্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়।

বাঘ বাঘশুমারি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর