আজ ঢাবিতে যৌন নিপীড়ন বিরোধী মাইমোড্রামা ‘জম্বি’
৩০ জুলাই ২০১৯ ০৩:০৫
যৌন নিপীড়ন বিরোধী একশন মাইমোড্রামা (মুকনাট্য) ‘জম্বি’ প্রদর্শিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা সাতটায় ‘জম্বি’ নাটকটি পরিবেশন করবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। এই আয়োজনের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ তালুকদার বলেন, সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া ধর্ষণ এবং যৌন নিপীড়িনের ব্যাপারে গণ সচেতনতা সৃষ্টি এবং মুখোশধারীদের মুখোশ খুলে দেওয়ার তাগিদ থেকেই এ ধরণের আয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ফাদার ডি রোজারিও, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এর পরিচালক রিজায়নুল ইসলাম রিপন এবং মুকনাট্যটির নির্দেশক ও গল্পকার মীর লোকমান।
টিএসসি ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্ষণ বিরোধী মাইম অ্যাকশন মুকনাট্য যৌন নিপীড়ন